ভারি বর্ষণে বান্দরবানের রুমা সড়কের দলিয়ানপাড়া এলাকায় পাহাড় ধসে নিখোঁজ ৫ জনের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ জন।
রোববার বেলা ১১টার দিকে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারি উপপরিচালক ইকবাল হোসেন জানান, নিখোঁজদের মধ্যে সহকারি শিক্ষিকা চিং মারমার (৪২) মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শরিফুল হক জানান, বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলছে। তবে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বান্দরবান থেকে রুমা উপজেলার পথে এবং রুমা থেকে বান্দরবানের দিকে দুটি যাত্রীবাহী বাস দলিয়ানপাড়া এলাকায় আসে।
এ এলাকা ভাঙা আগে থেকেই। ফলে যাত্রীরা এখানে নেমে হেঁটে এলাকাটি অতিক্রম করে ফের যানবাহনে ওঠেন। আজ সকালেও দুই বাসের যাত্রীরা সেভাবেই ওই এলাকা পার হচ্ছিলেন। এ সময়ই তাদের ওপর পাহাড় ধসে পড়ে। তাৎক্ষণিক ৩ জনকে উদ্ধার করা হয়।
জেবি/এসএস